MG_1314

শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল সদর এ শেষ হল ১৫ দিন ব্যাপি Basic ICT ট্রেনিং

গত ১৭-০২-২০১৫ ইং তারিখে শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল সদর এ ১৫ দিন ব্যাপী  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের “লার্নিং এন্ড আর্নিং” বেসিক আইসিটি ট্রেনিং শুরু হয়। এই ১৫ দিনে উক্ত প্রতিষ্ঠানের ২০ জনকে বেসিক আইসিটি লিটারেসি ট্রেনিং দেয়া হয়।

গত ০৪-০৩-২০১৫ তারিখে মৌলভীবাজার জেলা প্রশাসক মো: কামরুল হাসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক এর সভাপতিত্বে এই কর্মসূচির আনুষ্ঠানিক ফল ঘোষনা এবং সনদ পত্র প্রদান করা হয়।