20150525214146-800x450

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন এ শেষ হল ১৫ দিন ব্যাপি Basic IT/ICT ট্রেনিং

গত ২৩শে মে ২০১৫ইং তারিখে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে ১৫ দিন ব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে “লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রোজেক্ট” আওতায় বেসিক আইসিটি ট্রেনিং এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান সম্পন্য হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে অলংকৃত করেন জনাব মো: রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান , বড়লেখা এবং বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বেগম বেগম রাহেনা বেগম হাছনা,মহিলা ভাইস চেয়ারম্যান, বড়লেখা । এই সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব মো:আকবর আলী ।
১৫ দিনের প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনে অংশগ্রহনকারী সকলের মধ্যে সার্টিফিকেট বিতরণসহ পরীক্ষার মাধ্যমে যাচাই এর মাধ্যমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে পুরস্কার হিসাবে ইন্টারনেট মোডেম দেয়া হয়। উলেখ্য যে উক্ত অনুষ্ঠান গত ৬ই মে মোঃ আব্দুল বাছিত,অধ্যক্ষ, শাহবাজপুর স্কুল এন্ড কলেজ, শাহবাজপুর।